ইউক্রেনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলার কারণ হিসেবে সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) ভোরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান চলাকালে সৈন্যদের মোবাইল ফোন ব্যবহার নিষেধ ছিল। আর মোবাইল ফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষের জন্য অবস্থান শনাক্ত করা সহজ হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে বলা হয়, তদন্তে দোষী সাব্যস্তদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল থার্টি ফার্স্টের মধ্যরাতে দোনেৎস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এতে প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল ইউক্রেনীয় বাহিনী। যদিও রাশিয়া প্রথমে ৬৩ জন সেনা নিহতের দাবি করেছিল। এরপর বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক দিনে রাশিয়ার সর্বোচ্চসংখ্যক সেনা নিহতের ঘটনা এটি। মস্কো জানায়, নতুন বছর শুরুর পর মুহূর্তেই ‘যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম’ থেকে ছয়টি রকেট ছোড়ে ইউক্রেনীয় বাহিনী, যার মধ্যে দুটি রকেট ভূপাতিত করা হয়।