হোম > বিশ্ব > ইউরোপ

আজ ভিডিও মাধ্যমে আলোচনায় বসবে ইউক্রেন ও রাশিয়া

যুদ্ধ বিরতি প্রসঙ্গে কয়েক দফা মুখোমুখি আলোচনার পর কোনো ধরনের ফলপ্রসূ অগ্রগতি না হওয়ায় এবার ভিডিও মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, আজ স্থানীয় সময় সোমবার ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইলো পোডোলিয়াক টুইটারে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আবারও আলোচনা। দর কষাকষি অব্যাহত রয়েছে। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হবে। এটি নিয়ে ওয়ার্কিং গ্রুপ প্রতিনিয়ত কাজ করছে। একটি বড় সমস্যার সমাধান করতে হলে ক্রমাগত আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন। আজ সোমবার দুই দেশের মধ্যে আবারও শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। 

তবে কখন, কোথায় আলোচনাটি অনুষ্ঠিত হবে কিংবা কোন কোন কর্মকর্তা ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন সে ব্যাপারে ওই পোস্টে কিছু লেখেননি মিখাইলো পোডোলিয়াক। 

এদিকে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে বলেছে, পোডোলিয়াক এবং রুশ আলোচক লিওনিড স্লুতস্কি উভয়েই নিশ্চিত করেছেন যে এর আগে দুই দেশের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং আগামী দিনে আলোচনার ফলাফলগুলো বাস্তবায়িত হতে পারে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করার পর বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধে কার্যত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তে না পৌঁছানোর ব্যাপারে দুই দেশই পরস্পরকে দোষারোপ করেছে। এদিকে যুদ্ধ গড়িয়েছে প্রায় তৃতীয় সপ্তাহে। 

এমন পরিস্থিতে আবারও দুই দেশ এই প্রথমবারের মতো ভিডিও মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছে।

 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার