হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, নিহত ১১ 

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ইউক্রেন সীমান্তের দক্ষিণ-পশ্চিম বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের সর্বশেষ আঘাত এটি।

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এই হামলার ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। দুই বন্দুকধারী একটি স্বেচ্ছাসেবী দলকে লক্ষ্য করে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

আরআইএ আরও জানিয়েছে, যারা স্বেচ্ছায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায়, তাদের এই সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এ রকম একটি ছোট গ্রুপের ওপর বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

একটি অসমর্থিত সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলাকারী দুজন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত একটি দেশের নাগরিক। রুশ বাহিনীর পাল্টা গুলিতে তারাও নিহত হয়েছেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ একটি ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন, ‘হামলাকারীরা তাজিকিস্তানের বাসিন্দা। ধর্ম নিয়ে বিতর্কের পর তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে।’

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান একটি মুসলিম অধ্যুষিত দেশ। তবে অনেকেই সেখানে রুশ খ্রিষ্টান ধর্মের বিভিন্ন শাখা অনুসরণ করে থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলাকারীরা কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) একটি দেশের নাগরিক। তাজিকিস্তানসহ ৯টি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের দেশ নিয়ে সিআইএস গঠিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছেন। তবে মস্কো তা অস্বীকার করে বলেছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিহত রুশ সেনার সংখ্যা ৫ হাজার ৯৩৭ জন।

এদিকে পেন্টাগন বলেছে, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার