হোম > বিশ্ব > ইউরোপ

মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা আরও এক ধাপ এগোল। আজ রোববার মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত উড়োজাহাজ চলাচল চালু করল রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নর্ডউইন্ড এয়ারলাইনস পরিচালিত এই রুটে প্রতি মাসে একটি করে ফ্লাইট চলবে।

মস্কোর শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়ন করা প্রথম ফ্লাইটটিতে ছিলেন ৪০০ জনেরও বেশি যাত্রী। যদিও এটি নিয়মিত রুট হিসেবে চালু করা হয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এর নেপথ্যে রয়েছে কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা।

সম্প্রতি উত্তর কোরিয়ার নতুন সমুদ্রসৈকত পর্যটনকেন্দ্র ‘ওয়নসান-কালমা’ সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে কিম জং উনের সঙ্গে বৈঠকের সময় তিনি রুশ পর্যটকদের ওই রিসোর্টে ভ্রমণে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন। বিশ্লেষকেরা বলছেন, এই অবকাঠামো ঘিরেই পর্যটনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করছেন কিম।

প্রায় ২০ হাজার পর্যটকের ধারণক্ষম রিসোর্টটি কিম জং উনের ‘অর্থনৈতিক মুক্তির প্রকল্প’ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকা উত্তর কোরিয়া সম্প্রতি মহামারিজনিত বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে এবং সীমান্ত পুনরায় খুলতে শুরু করেছে। তবে আন্তর্জাতিক পর্যটন পুরোপুরি চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগেও ২০২৩ সালে রাশিয়ার ভ্লাদিভোস্টক ও পিয়ংইয়ংয়ের মধ্যে আকাশপথে যোগাযোগ পুনরায় শুরু হয়েছিল। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওই পথ।

তবে আকাশপথে এই যোগাযোগকে কেবল পর্যটনের প্রসার হিসেবে দেখছেন না বিশ্লেষেকরা। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় নিজেদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত তাদের। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পিয়ংইয়ং রাশিয়াকে অস্ত্র ও লোকবল সহায়তা দিচ্ছে—যা আন্তর্জাতিক পরিসরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত