হোম > বিশ্ব > ইউরোপ

পরিবারের কাছে ফিরেছে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া ৩১ শিশু

জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনের অন্তত ৩১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দাতব্য সংস্থা ‘সেভ ইউক্রেন’ শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে জোর করে রাশিয়া বা রুশনিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই ৩১ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা।

তবে কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল শিশুদের। যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় তাদের। 

রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এসব শিশুকে। যুদ্ধের কারণে পথ বন্ধ থাকায় পোল্যান্ড ও বেলারুশ হয়ে ক্রিমিয়া সীমান্তে যান অভিভাবকেরা। সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশের। 

সেভ ইউক্রেনের প্রকাশ করা ভিডিও থেকে দেখা যায়, শিশুরা ব্যাগ ও সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে ফিরিয়ে আনা হয় তাদের। 

সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘আমাদের পঞ্চম দফায় উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি। তবে নানা জটিলতার কারণে বেশ কঠিন ছিল এই অভিযান।’ 

 ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে।

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি