হোম > বিশ্ব > ইউরোপ

পরিবারের কাছে ফিরেছে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া ৩১ শিশু

জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনের অন্তত ৩১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দাতব্য সংস্থা ‘সেভ ইউক্রেন’ শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে জোর করে রাশিয়া বা রুশনিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই ৩১ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা।

তবে কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল শিশুদের। যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় তাদের। 

রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এসব শিশুকে। যুদ্ধের কারণে পথ বন্ধ থাকায় পোল্যান্ড ও বেলারুশ হয়ে ক্রিমিয়া সীমান্তে যান অভিভাবকেরা। সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশের। 

সেভ ইউক্রেনের প্রকাশ করা ভিডিও থেকে দেখা যায়, শিশুরা ব্যাগ ও সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে ফিরিয়ে আনা হয় তাদের। 

সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘আমাদের পঞ্চম দফায় উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি। তবে নানা জটিলতার কারণে বেশ কঠিন ছিল এই অভিযান।’ 

 ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট