হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার দাগেস্তানে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে একটি গ্যাস স্টেশনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬৬ জন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের রাজধানী মাখাচকালার একটি মহাসড়কের পাশের একটি গাড়ি মেরামত কারখানায় প্রথমে আগুন ধরে যায়। পরে সেখান থেকে নিকটবর্তী গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। 

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই দুর্ঘটনায় ২৭ জন নিহত হওয়ার পাশাপাশি ৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ অবস্থা আশঙ্কাজনক।। দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু। 

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে—গ্যাস স্টেশনটির একতলা ভবনটির পুরোটাই আগুনে পুড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যেন, সেখানে যুদ্ধ চলছে। তাঁরা আরও জানিয়েছেন, সেখানে প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। আশপাশের প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট