হোম > বিশ্ব > ইউরোপ

আফগান সীমান্তের কাছে সেনা মহড়া চালাবে রাশিয়া

আগামী মাসে তাজিকিস্তান এবং উজবেকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় সেনা মহড়া চালাবে রাশিয়া। আজ সোমবার রুশ সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ওই সব এলাকায় সেনা মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে যেখানে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবানরা সরকারি বাহিনীকে পরাজিত করে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। এরই মধ্যে তালেবানের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে তাজিকিস্তানে পালিয়ে চলে গেছেন অনেক আফগান সেনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আগামী ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই সেনা মহড়া অনুষ্ঠিত হবে। তাজিকিস্তানের সঙ্গে যৌথভাবে খার্বমাইডন প্রশিক্ষণ গ্রাউন্ডে এই মহড়া আয়োজিত হবে।

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আলেক্সান্ডার লাপিন বলেন, সেনাবাহিনী "জোটবদ্ধ দেশের ভূখণ্ডে অবৈধ আক্রমণকারীদের কে পরাস্ত করার জন্য মহড়া চালাবে।

ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের প্রায় ৪০০ জেলা দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংও দখলে নিয়েছেন তারা।

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আফগান মিশনে ব্যর্থ হয়েছে। আর তাদের সেনা প্রত্যাহারের কারণে দেশটিতে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন