হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন থেকে ‘শয়তানদের’ বের করে দেওয়ার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ থেকে ‘শয়তানদের’ বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনীয়দের প্রতি এই আহ্বান জানান। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয়রা রুশ আক্রমণ প্রতিহত করে এখনো টিকে আছে।’ এ সময় তিনি ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। কিয়েভের গোপন স্থান থেকে দেওয়া ওই বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আপনাদের বাইরে যেতেই হবে এবং আমাদের শহরগুলো থেকে এই “শয়তানদের” তাড়িয়ে দিতে হবে।’ 

এদিকে রুশ সেনাবাহিনী ইউক্রেনের শহর খেরসন দখল করে নেওয়ার পর সেখানে হাজারো ইউক্রেনীয় রুশ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ইউক্রেনের জাতীয় সংগীত। খেরসন ফিরে পেতে তাঁরা নানান স্লোগান দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘রাশিয়ানরা বাড়ি ফিরে যাও, খেরসন ইউক্রেনের।’ 

এর আগে, গত বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

ইয়েভেন নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতার জন্য আমাদের এই বিক্ষোভ।’ 

ইউক্রেনীয় বাহিনী খেরসনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি রাতে আমরা ৬ থেকে ১০টি বিস্ফোরণের শব্দ শুনি। এটি মর্টারের মতো শোনায়। আমরা জানি না কে কাকে বোমা নিক্ষেপ করছে।’ 

ইয়েভেন আরও বলেন, ‘ঘরের বাইরে বের হলেই রুশ সেনারা গাড়ি থামিয়ে দিচ্ছে। তাঁরা গাড়ি সার্চ করছে। এমনকি তারা ফোনও সার্চ করছে। ফোন সার্চ করে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে সাহায্য করার প্রমাণ খুঁজছে। তালিকা ধরে ধরে তারা ইউক্রেনের আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে চায়।’ 

উল্লেখ্য, রাশিয়ার জন্য খেরসন দখল একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো ওই শহরের কৌশলগত অবস্থান। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট