হোম > বিশ্ব > ইউরোপ

দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত

দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচ ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩১ জন। গতকাল সোমবার দোনেৎস্কের পকরোভস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দফার হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রথম হামলায় চারজন এবং দ্বিতীয় হামলায় একজন নিহত হন।

ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ হতাহতদের সন্ধানে হাত দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও অপেক্ষা করছিল আহতদের হাসপাতালে সরিয়ে নেওয়ার জন্য। ইগর ক্লিমেনকো জানান, আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য, পাঁচজন উদ্ধারকারী বাহিনীর সদস্য, একজন শিশু এবং বাকিরা সাধারণ নাগরিক। আটকে পড়াদের উদ্ধাররে তৎপরতা চলছে। 
 
দোনেৎস্কের ইউক্রেন নিযুক্ত গভর্নর পাবলো কিরিলেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি হোটেল ভবন, বেশ কয়েকটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেন অভিযোগ করেছে—রাশিয়া তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করেছে। তবে তাঁরা সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে আটক করেছে। দেশটির গোয়েন্দা বিভাগ এসবিইউর সদস্যরা ওই নারীকে আটক করে। 

এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম