হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের জন্য ৭২ কোটি ডলারের তহবিল ঘোষণা বিশ্বব্যাংকের

রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান বাবদ ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে সংস্থাটি। চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। 

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের অর্থ জোগান দিচ্ছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া ও আইসল্যান্ড। আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে। 

এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো, যারা ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্যও অতিরিক্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্বব্যাংক।’ 

বিশ্বব্যাংক বলছে, এই তহবিল ইউক্রেনের সরকারকে কর্মকাণ্ড পরিচালনা করতে, বয়স্কদের জন্য পেনশন নিশ্চিত করতে, হাসপাতালের কর্মীদের বেতন প্রদান করতে এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে নিতে সহায়তা করবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক অনুমোদিত এই তহবিলের মধ্যে ৪৮৯ মিলিয়ন ডলার ঋণ ও ২৩৪ মিলিয়ন ডলার অনুদান। ঋণদাতাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেন। আর অনুদানদাতাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ও জাপান। যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ১৩৪ মিলিয়ন ডলার ও জাপান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে। 

উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস