ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে কল করেছেন বলে জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মাখোঁ বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে কল করেছেন। কারণ জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।
ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলেছেন। এতে তিনি পুতিনকে যুদ্ধ থামাতে অনুরোধ করেছেন।