হোম > বিশ্ব > ইউরোপ

ভিক্টরি অ্যাভিনিউতে রুশ বাহিনীকে প্রতিহত করেছে ইউক্রেন

কিয়েভের প্রধান সড়ক ভিক্টরি অ্যাভিনিউতে প্রবেশের সময় রুশ সেনাদের প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন দাবি করা হয়েছে। কিন্তু ভিক্টরি অ্যাভিনিউর ঠিক কোন জায়গায় দুই বাহিনীর যুদ্ধ হয়েছে তার উল্লেখ নেই ওই পোস্টে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন এএফপির একজন সাংবাদিক। 

অন্য একটি ফেসবুক পোস্টে ইউক্রেন সেনাবাহিনী লিখেছে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহরে ‘তুমুল যুদ্ধ’ চলছে। সেখানে রুশ বাহিনীর প্যারাট্রুপাররা অবতরণ করার চেষ্টা করছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে রুশ বাহিনীর একটি হেলিকপ্টার ও একটি এসইউ-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া একটি সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ ধ্বংস করা হয়েছে। 

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারটি নিশ্চিত করেনি। 

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের চতুর্দিকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় প্রবল যুদ্ধ চলছে। 

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালেয়ার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কিয়েভে প্রবেশের পর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনীয়রা সর্বশক্তি দিয়ে লড়াই করছে। এ পর্যন্ত তারা রুশ বাহিনীর ৮০টি ট্যাংক, ১০টি যুদ্ধবিমান,৭টি হেলিকপ্টার ও ৫১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। এখন পর্যন্ত ২ হাজার ৮০০ রুশ সেনা নিহত হয়েছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার