হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক নেতা নিহত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নবম দিনে রাশিয়ার শীর্ষ সামরিক নেতা জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, আন্দ্রেই সুখভেতস্কি ছিলেন রাশিয়ার সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত আর্মস আর্মির একজন ডেপুটি কমান্ডার। রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আন্দ্রেই সবচেয়ে উচ্চপদস্থদের একজন ও প্রবীণ ব্যক্তিত্ব।

এপি জানায়, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের একটি সংগঠন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি সংগঠনটি।

অন্যদিকে দ্য ইনডিপেনডেন্ট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লিখেছে, মেজর জেনারেল সুখভেতস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। 

ইনডিপেনডেন্টের ওই প্রতিবেদনের আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ জনগণকে যুদ্ধের অগ্রগতি জানাতে আজ এক বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি একজন জেনারেল নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। তবে জেনারেলের নাম বলেননি। 

কমব্যাট ব্রাদারহুড রাশিয়ান ভেটেরান্স গ্রুপের একজন উপপ্রধান সের্গেই চিপিলেভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ যে আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি যুদ্ধ চলাকালে ইউক্রেনের ভূখণ্ডে নিহত হয়েছেন। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। 

৪৭ বছর বয়সী সুখভেতস্কি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে নভোরোসিস্কে। 

এদিকে রুশ সংবাদপত্র প্রাভদা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, সুখভেতস্কি ১৯৯৫ সালে রিয়াজান হায়ার এয়ারবর্ন কমান্ড স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন প্লাটুন কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার