হোম > বিশ্ব > ইউরোপ

টুইটারকে আড়াই লাখ ডলার জরিমানা করল রাশিয়ার আদালত

মস্কো: নির্দেশ দেওয়ার পরও অবৈধ কনটেন্ট মুছে না ফেলায় টুইটারকে ১৯ মিলিয়ন রুবল (২ লাখ ৫৯ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার মস্কোর তাগানস্কি জেলা আদালত এই জরিমানা করে।

আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টুইটারকে ছয়টি পৃথক প্রশাসনিক অপরাধের দায়ে এই জরিমানা করা হয়েছে।

গত মার্চ থেকে টুইটার ধীর গতির করে দেয় রাশিয়া। বড় প্রযুক্তির কোম্পানিগুলোর সঙ্গে মস্কোর এক ধরনের অচলাবস্থা চলছে। ‘ইন্টারনেট সার্বভৌমত্ব’ বা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে ইন্টারনেট জায়ান্টদের এ টানাপোড়েন চলছে।

চলতি মাসের শুরুর দিকে ৯০ শতাংশেরও বেশি অবৈধ কনটেন্ট মুছে দেওয়ার পর টুইটারের গতি স্বাভাবিক করেছিল রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর। এর মধ্যে ছিল শিশু পর্নোগ্রাফি, মাদক সেবন, অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করার মতো কনটেন্ট।

যদিও মাইক্রো ব্লগিং সাইটটির সব সময় বলে আসছে, শিশু যৌন নিপীড়ন, আত্মহত্যা বা নিজের ক্ষতি করতে উৎসাহিত করার মতো কনটেন্ট প্রচারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে টুইটার। তবে জরিমানার বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

একই অপরাধের জন্য বৃহস্পতিবার টিকটক এবং গুগলকেও সামান্য জরিমানা করেছে একই আদালত। গুগল এবং টুইটারও এ ব্যাপারে মন্তব্য করেনি। রোজকোমনাদজোর বলেছে, আপাতত গুগল বা ফেসবুকের গতি কমিয়ে আনার পরিকল্পনা নেই। তবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার