রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা। আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন চেচেন রামযান কাদিরভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টেলিগ্রাম পোস্টে রামযান কাদিরভ জানান, তাঁর আত্মীয় আপটি আলাউদিনভ এই যোদ্ধাদের নেতৃত্বে রয়েছেন।
কাদিরভ বলেন, আপটি আলাউদিনভ এক হাজার স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা ইউক্রেনে নাৎসিবিরোধী অভিযানে অংশ নেবে।