ইউক্রেনের বার্দিয়ানস্ক বন্দরে রুশ বাহিনী রকেট হামলা করেছে এবং কামানের গোলা নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র উপদেষ্টা। টেলিগ্রাম অ্যাকাউন্টের পোস্টে সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘রুশ-অধিকৃত বার্দিয়ানস্কে রকেট এবং কামানের গোলার আঘাতে অস্ত্রের গুদামে আগুন ধরে গেছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গেরাশচেঙ্কোর আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, বার্দিয়ানস্ক বন্দর থেকে ধোঁয়া উড়ছে। বন্দরটি মারিউপোল থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এদিকে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম নেক্সতা টিভি জানিয়েছে, রুশ বাহিনীর জাহাজ থেকে বার্দিয়ানস্ক বন্দরে হামলা করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। আজ ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাসে গড়াল। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।