ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়, শত্রুরা শহরের কেন্দ্রে কিয়েভের সংসদ থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরে ওবোলোন জেলায় ছিল।
রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।