হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া ও বেলারুশে সব কার্যক্রম স্থগিত করেছে এয়ারবিএনবি

অনলাইনে ঘর ভাড়া দেওয়া-নেওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান চেস্কি এক টুইটার পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর বিশ্বের বহু প্রতিষ্ঠান রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ শুরু করে। এই দলে রয়েছে গুগল, ফেসবুক, মাস্টারকার্ড, আমাজন, সুইফটসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এই দলে সর্বশেষ যোগ দিল এয়ারবিএনবি।

গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার এক টুইট বার্তায় বলেন, মেটার যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমে বিজ্ঞাপন চালানো নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম আরটিসহ অন্য চ্যানেলগুলোর তাদের ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আসা অর্থ গ্রহণের সুবিধা স্থগিত করেছে গুগল।

গত ১ মার্চ আর্থিক লেনদেনের আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড তাদের ‘ট্রানজিকশন’ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে মাস্টারকার্ড তাদের পেমেন্ট গেটওয়ে থেকে রাশিয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার