রাশিয়া থেকে বেরিয়ে আসা বিদেশি কোম্পানিগুলোর সম্পদ জব্দ করতে পারে রুশ সরকার। আজ বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে এই বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে মস্কোকে আর্থিকভাবে শাস্তি দিয়ে পশ্চিমা সরকারগুলো তাদের নিজস্ব জনগণের সঙ্গে প্রতারণা করছে।
তিনি আরও বলেন, রাশিয়া শান্তভাবে তাদের সমস্যার সমাধান করবে।