হোম > বিশ্ব > ইউরোপ

নতুন বৈশ্বিক আইন বানাতে চাচ্ছে চীন-রাশিয়া: ন্যাটো প্রধান 

ইউক্রেন সংকটে চীন রাশিয়াকে সমর্থনের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলছে চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক আইন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ন্যাটো প্রধান বলেন, ‘এই প্রথম আমরা দেখছি যে, ন্যাটো জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়ে রাশিয়ার যে আপত্তি এখন চীন তাতে সমর্থন দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাঁদের (চীন-রাশিয়া) নতুন আন্তর্জাতিক নিয়মকানুন ও কর্তৃত্ববাদী শাসনের মডেল চাপিয়ে দিয়ে স্বাধীন দেশগুলির ভাগ্য নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা।’ 

ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘মস্কো জেনেশুনেই এমন সব দাবি ন্যাটোর হাজির করছে যা ন্যাটো পূরণ করতে পারবে না। এ ছাড়া ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারেরও কোনো লক্ষণ নেই।’ 

পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন, যে পদক্ষেপগুলি যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহিংসতার একটি স্পাইকের মধ্যে আসে যে পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়ার দ্বারা আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে। 

আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়নের কঠোর ভাষায় রাশিয়ার সমালোচনা করে ‘বৈশ্বিক আইন নতুন করে লেখার’ প্রচেষ্টাকে একটি ‘ভয়ানক প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো প্রতিস্থাপন করতে চাইছে। তাঁরা আত্মনিয়ন্ত্রণের পরিবর্তে, আইনের শাসনের চেয়ে ভয় দেখিয়ে শক্তি প্রয়োগে শাসন পরিচালনা করাকে পছন্দ করে।’ 

একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়ার উদ্বেগকেও সম্মান করা উচিত।’ 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার