হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন সেনাপ্রধানের সঙ্গে রুশ সেনাপ্রধানের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জেরাসিমভ। তাঁর ইউক্রেনের সেনাবাহিনী কর্তক নিজ দেশেই তেজস্ক্রিয়তা সম্পন্ন ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় আজ সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আলোচনায় ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক “ডার্টি বোমা” ব্যবহার নিয়ে কথা বলেছেন দুই জেনারেল।’ তবে তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি রুশ বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ। 

এর আগে, ইউক্রেন ইস্যুতে বিরল এক টেলিফোন আলাপে যুক্ত হয়েছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। গত শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পরস্পর আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ দুই শীর্ষ কর্মকর্তা কী কী আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কোনো পক্ষ থেকেই। উভয় পক্ষই জানিয়েছে, তাঁরা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন। 

দুই মন্ত্রীর আলোচনার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, শোইগুর সঙ্গে আলোচনার সময় লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালু রাখার বিষয়ে জোর দিয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ, ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চলমান প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট