সম্প্রতি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির বেসামরিক মানুষদের নিরাপদ স্থানান্তরের জন্য ‘মানবিক করিডর’ খুলে দেওয়া হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে শহরটি থেকে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ সফলভাবে শেষ হয়েছে।
সুমির আঞ্চলিক গভর্নর বলেছেন, ‘মানবিক করিডর’ আজ বুধবারও খোলা থাকবে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের উপপ্রধান কিরিলো তাইমোশেঙ্কো বলেছেন, এরই মধ্যে শহর থেকে প্রায় ৫ হাজার মানুষ এবং ১ হাজারের বেশি ব্যক্তিগত যানবাহন নিরাপদ স্থানে পৌঁছেছে।
রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েক দিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।