হোম > বিশ্ব > ইউরোপ

সাইবার হামলা ঘিরে রাশিয়া থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার জার্মানির

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের ওপর রাশিয়ার মদদে সাইবার হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আজ সোমবার রাশিয়া থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে বার্লিন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি জানা গেছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গত সপ্তাহে বলেছিলেন যে, সদ্য সমাপ্ত একটি সরকারি তদন্তে পাওয়া গেছে—শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের লক্ষ্য করে সাইবার আক্রমণটি চালিয়েছিল এপিটি-২৮ নামের একটি গ্রুপ। এই গ্রুপকে নিয়ন্ত্রণ করে রুশ সামরিক গোয়েন্দারা। যার অর্থ, রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জার্মানিতে চালানো হয়েছে এই সাইবার হামলা।

তবে জার্মানির এসব অভিযোগ ‘অপ্রমাণিত এবং ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ সোমবার বার্লিনে সংবাদ সম্মেলনে বলেছেন যে, রাশিয়ায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফকে পরামর্শের জন্য ফেরত আনা হয়েছে। তিনি এক সপ্তাহের জন্য বার্লিনে থাকবেন এবং তারপর মস্কোয় ফিরে যাবেন।

জার্মান সরকার সাইবার আক্রমণকে খুব গুরুত্ব সহকারে নেয় বলেও জানান এই মুখপাত্র। তিনি আরও বলেন, এই সাইবার আক্রমণকে জার্মানির উদার গণতন্ত্রের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে সরকার।

এপিটি-২৮ নামের গ্রুপটি ফ্যানসি বিয়ার নামেও পরিচিত। এই গ্রুপটির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে সাইবার হামলার কয়েক ডজন অভিযোগ রয়েছে।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলার কথা প্রকাশ্যে আসে গত বছর। বার্লিনের মতে, পার্টির সদস্যদের ইমেইল অ্যাকাউন্টগুলোতে নিরাপত্তাজনিত কিছু দুর্বলতা ছিল। এসব দুর্বলতা সম্পর্কে আগে থেকে জানতেন না পার্টির সদস্যরা। আর এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে হ্যাকাররা।

গত সপ্তাহে এই ঘটনায় রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল বার্লিন।

গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রও বলেছিল যে, মাইক্রোসফট আউটলুকের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এপিটি-২৮ গ্রুপ। এর আগে ২০২৩ সালেও গ্রুপটির সাইবার আক্রমণের শিকার হয়েছিল বলে অভিযোগে জানিয়েছে চেক প্রজাতন্ত্র।

ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশের ওপর হামলার ফলে সংস্থাটি মস্কোকে ‘সাইবার স্পেসে দূষিত আচরণের’ পরিণতি সম্পর্কে সতর্ক করতে বাধ্য হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট