হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান নড়বড়ে: জো বাইডেন 

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত ব্যতিক্রম। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটির অবস্থান নড়বড়ে।’ 

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং কোয়াড জোটের দেশ জাপান ও অস্ট্রেলিয়ার ভূমিকার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এসব দেশ পুরোপুরি ঐক্যবদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে তারা। কিন্তু ভারত তা করেনি।’ 

কোয়াড জোটে চারটি দেশ আছে—যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে এখনো তেল কিনছে বলে দাবি করা হচ্ছে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোটও দেয়নি দেশটি। 

ওয়াশিংটনে মার্কিন ব্যবসা খাতের নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম ও নড়বড়ে।’ 

বাইডেন আরও বলেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি ন্যাটোকে ভেঙে দিতে পারবেন, কিন্তু তা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী দেখা যায়নি।’ 

ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ সরব, তখন ভারত অনেকটা নিশ্চুপ। পরোক্ষভাবে তাদের পুরোনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে বলা যায়। সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘে একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার