হোম > বিশ্ব > ইউরোপ

শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউক্রেনের শান্তির জন্য যদি আমাকে প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়, তবে আমি প্রস্তুত।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, ‘আমার চেয়ার ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন যদি ন্যাটো সদস্যপদ পায়, তবে সেটাও আমি মেনে নেব।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ বলে তিরস্কার করেছেন। অনেকেই বলছেন, ট্রাম্পের সমালোচনার পরই জেলেনস্কি এই মন্তব্য করলেন।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক আইন জারি থাকার কারণে নির্বাচন নিষিদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পরেই সামরিক আইন জারি করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের বেশির ভাগ জনগণ নির্বাচনের বিপক্ষে।

এদিকে আগামীকাল সোমবার ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের এই সফরকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন জেলেনস্কি।

কিয়েভে অনুষ্ঠিতব্য এই বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেনও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়ে বলেছেন, ‘আমাদের সহযোগিতা দরকার, আমাদের সহায়তা দরকার, তবে আমরা স্বাধীনতা ও মর্যাদা হারাতে পারি না।’

নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এই বৈঠকে শুধু আসন্ন বছরগুলোর জন্য নয়, বরং আসন্ন কয়েক সপ্তাহের জন্যও কৌশল নির্ধারণ করা হবে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই সপ্তাহে ইউক্রেন সফর করবেন বলে জানা গেছে।

মাখোঁ বলেন, ‘আমি সেখানে যাচ্ছি এই বার্তা দিতে যে ফরাসি ও ইউরোপীয়দের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। রাশিয়া অত্যন্ত সশস্ত্র এবং তারা আরও শক্তিশালী হয়ে উঠছে; যা আমাদের জন্য উদ্বেগজনক।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট