হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কাছে ৪ অঞ্চল হারানোর দিনে ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের আবেদন 

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘স্বাধীন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছি।’ তিন আরও বলেন, ‘আমরা দেখেছি কারা আমাদের হুমকি দিচ্ছে, কারা আমাদের হত্যা এবং পঙ্গু করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং আমরা জানি কারা তাদের সীমান্ত বর্ধিত করতে বর্বরতা চালাতেও দ্বিধা করে না।’

ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তকরণের ঘোষণা দিয়েছেন, জেলেনস্কি ভাষণে সেগুলো মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চলের আনুষ্ঠানিক সংযুক্তকরণ চুক্তি স্বাক্ষরের পর চুক্তিটিকে আলোচনার বাইরে এবং চিরস্থায়ী বলে আখ্যা দিয়েছেন পুতিন। চুক্তির অনুষ্ঠানে দেওয়া ভাষণে গত সপ্তাহে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনে অনুষ্ঠিত গণভোটের উল্লেখ করে পুতিন বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সবকিছুই করব।’

পুতিন তাঁর ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে সমস্ত সামরিক পদক্ষেপ ও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল, সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা