রাশিয়ার জলবায়ু বিষয়ক উপদেষ্টা আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। সেই সঙ্গে দেশও ছেড়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে। দুটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইউক্রেন আক্রমণে অনিচ্ছা ও অনাগ্রহের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ৬৬ বছর বয়সী এ রাজনীতিক। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো জবাব দেননি।
আনাতোলি ১৯৯০ এর দশকে পুতিনের সরকারে যুক্ত হওয়া কয়েকজন অর্থনৈতিক সংস্কারকদের মধ্যে অন্যতম। রাশিয়া সরকারের সঙ্গে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা ছিল তাঁর। গত বছরই ভ্লাদিমির পুতিন টেকসই উন্নয়নের জন্য দূত হিসেবে তাঁকে মনোনীত করেন।
রাশিয়ায় বেসরকারীকরণের স্থপতি হিসেবেও পরিচিত আনাতোলি চুবাইস। এর আগে পুতিনের অধীনে তিনি বড় বড় রাষ্ট্রীয় কোম্পানিতে শীর্ষ পর্যায়ে চাকরি করেছেন।