আগ বাড়িয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, মস্কোর ওপর হামলা হলেই কেবল এ ধরনের অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়া হবে।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এসব কথা বলেন পুতিন। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। রাশিয়া কখনোই আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।’
বৈঠকে পুতিন বলেন, ‘আমরা বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে রাখিনি। তবে যুক্তরাষ্ট্র রেখেছে। তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের অস্ত্র মোতায়েন করা আছে যুক্তরাষ্ট্রের।’
রুশ প্রেসিডেন্ট আরও জানান, ‘ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। তবে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সেনা মোতায়েনের দরকার নেই। পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময়ই উত্তম এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে। গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরুর পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।’
বর্তমানে মোট দেড় লাখ রুশ সেনা ইউক্রেনে মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৭৭ হাজার সরাসরি প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করছে এবং বাকিরা বিভিন্ন ফ্রন্টে প্রতিরক্ষামূলক কাজে যুক্ত রয়েছে।