কিয়েভের কাছের মাকারিভ শহরে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর ফেসবুক পেজে এমন দাবি করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাকারিভ শহর ফের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন যে, তাঁদের সেনারা রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে রাশিয়ার সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। এদিকে সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার মাকারিভ শহরে রাশিয়ার মর্টার হামলায় সাতজন নিহত হওয়ার তিন দিন পর এমন খবর এল।
তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।