হোম > বিশ্ব > ইউরোপ

মস্কোর কনসার্টে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করল আইএস

মস্কোর কাছে একটি কনসার্ট হলে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান বা আইএসকে। জঙ্গি সংগঠনটি আজ শনিবার তাদের চার সদস্যের ছবি প্রকাশ করে বলছে, কনসার্ট হলে হামলা চালিয়েছে এই চারজন। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছেন।

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩। এদের মধ্যে গুলির আঘাতে অনেকেই যেমন মারা গেছে, তেমনি কনসার্ট হলে অগ্নিকাণ্ডেও মারা গেছে বেশ কয়েকজন।

ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’-এর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে ছবিটি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আমাক এক বিবৃতিতে বলেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে ইসলামিক স্টেটের তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলা করা হয়েছে।

ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করলেও ইঙ্গিত পাওয়া গেছে, রাশিয়া এই হামলার সঙ্গে ইউক্রেনের যোগসূত্র খুঁজছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারী চার ব্যক্তি ইউক্রেনের দিকে পালিয়ে যাচ্ছিল। তারা সীমান্ত অতিক্রম করার আশা করছিল।

তবে ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এই হামলায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ জানিয়েছে ক্রেমলিন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, চার সন্দেহভাজন বন্দুকধারীকে ইউক্রেনের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ইউক্রেনে যোগাযোগ ছিল। গ্রেপ্তারকৃতদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে, পুতিন এই হামলাকারীদের ‘শত্রু’ এবং তাদের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, যেসব রাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পরাজিত করতে চায়, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে রাশিয়া প্রস্তুত।

পুতিন বলেন, ‘সব অপরাধী, অপরাধের সংগঠক এবং যারা এই অপরাধের নির্দেশ দিয়েছে তারা যে-ই হোক না কেন, তাদের ন্যায়সংগত এবং অনিবার্যভাবে শাস্তি দেওয়া হবে। যারা সন্ত্রাসীদের পেছনে দাঁড়িয়েছে, যারা রাশিয়ার বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে এই নৃশংস হামলা করেছে—আমরা তাদের চিহ্নিত করব এবং শাস্তি দেব।’

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার