হোম > বিশ্ব > ইউরোপ

শাকিরার কর জালিয়াতি মামলার নিষ্পত্তি চায় স্পেনের কৌঁসুলিরা

কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।

গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।

শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।

গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।

কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’