হোম > বিশ্ব > ইউরোপ

শাকিরার কর জালিয়াতি মামলার নিষ্পত্তি চায় স্পেনের কৌঁসুলিরা

কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।

গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।

শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।

গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।

কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ