হোম > বিশ্ব > ইউরোপ

আয়ারল্যান্ডে পেট্রলপাম্পে বিস্ফোরণ, নিহত ৯ 

আয়ারল্যান্ডে একটি পেট্রলপাম্পে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আয়ারল্যান্ডের ডোনেগাল কাউন্টিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আয়ারল্যান্ডের জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ধ্বংসস্তূপের মধ্যে অজ্ঞাত ব্যক্তিদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্রিসলো গ্রামের নিকটবর্তী অ্যাপলগ্রিন সার্ভিস স্টেশন নামে একটি পেট্রলপাম্পে বিস্ফোরণে ৯ জন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

গত শুক্রবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ঘটা ওই বিস্ফোরণে পেট্রল স্টেশনটির আশপাশে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। এ সময় স্টেশনের পাশের একটি দোকান, ডেলি কাউন্টার এবং পোস্ট অফিসও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় পুলিশ গতকাল শুক্রবার বিস্ফোরণের দিন তিনজন এবং আজ শনিবার ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর আয়ারল্যান্ডের অনুসন্ধানকারী দলসহ বেশ কয়েকটি দল ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এখনো যারা নিখোঁজ হয়েছেন তাঁদের কাউকেই আর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে না।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট