হোম > বিশ্ব > ইউরোপ

আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর

ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। আজ বুধবার তিনি প্রধানমন্ত্রিত্বসহ শাসক দল ফাইন গেল পার্টির প্রধানের পদ থেকেও সরে যাওয়ার ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তিনদলীয় জোটের প্রধান হিসেবে পদত্যাগ করা ভারাদকার বলেছেন, তিনি আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় ফাইন গেলের বার্ষিক সম্মেলনের আগে দলের জন্য একজন নতুন নেতা নির্বাচিত করার কথা বলেছিলেন যাতে ইস্টার বিরতির পর সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে পার্লামেন্টে ভোট দেওয়া যায়।

ডাবলিনে সরকারি ভবনের বাইরে তড়িঘড়ি করে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৫ বছর বয়সী ভারাদকার বলেন, ‘আমার পদত্যাগের কারণ ব্যক্তিগত এবং রাজনৈতিক দুটোই। তবে সতর্কতার সঙ্গে সবকিছু বিবেচনা করার পর আমি বিশ্বাস করি, জোট সরকারের পুনর্নির্বাচিত হওয়ার জন্য আমার জায়গায় একজন নতুন প্রধানমন্ত্রী এবং একজন নতুন নেতা বেছে নেওয়াই ভালো হবে।’

এ কথা বলার সঙ্গে সঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ফাইন গেলের নেতার পদ থেকে পদত্যাগ করছেন তিনি। সে সঙ্গে, তাঁর উত্তরসূরি পদটি গ্রহণ করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

আইরিশ রিপাবলিকান আর্মির সাবেক রাজনৈতিক শাখা এবং আয়ারল্যান্ডের প্রধান বিরোধী দল সিন ফেইন পার্টি দুই বছর ধরে সব জনমত জরিপে ফাইন গেল এবং তাদের জোটের প্রধান অংশীদার ফিয়ানা ফেইলের চেয়ে বেশি জনপ্রিয়তা দেখিয়ে আসছে। তবে ২০২৫ সালে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে বর্তমান জোটেরও পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারাদকারের জোটের শরিক দলগুলোর নেতারা বলেছেন, গতকাল মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ভারাদকার যখন তাঁর পদত্যাগের পরিকল্পনার কথা জানান, তখন তাঁরা সবাই অবাক হয়েছিলেন। গ্রিন পার্টির নেতা ইমন রায়ান বলেছেন, ভারাদকারের স্থলাভিষিক্ত যিনি হবেন, তাঁর সঙ্গে কাজ করবে তাঁর দল।

ভারাদকর বলেছিলেন, তাঁর পদত্যাগ করার এটাই সঠিক সময় এবং তাঁর সিদ্ধান্তের পিছনে কোনো ‘প্রকৃত কারণ’ নেই। তিনি বলেন, ‘আমার আর কোনো পরিকল্পনা নেই। আমার মাথায় কিছুই নেই। আমার কোনো সুনির্দিষ্ট ব্যক্তিগত বা রাজনৈতিক পরিকল্পনা নেই।’

২০১৭ সালে একসময়ের কট্টর ক্যাথলিক দেশ আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিও ভারাদকর। আয়ারল্যান্ডের ইতিহাসে এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়েছিলেন তিনি।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট