হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন আলোচনা থেকে শিগগিরই কাঙ্ক্ষিত ফলাফল 

ইউক্রেনে চলমান সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা থেকে শিগগিরই ফলাফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করছে ইউক্রেন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখিলো পোদোলিয়াক এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে মাইখিলো পোদোলিয়াক বলেছেন, ‘আমি মনে করি আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে “কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারব আমরা”।’ 

ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের এই জ্যেষ্ঠ উপদেষ্টা পোদোলিয়াক বলেছে, ‘রাশিয়া “ইউক্রেনের অবস্থানের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে” এবং তাঁরা “গঠনমূলকভাবে কথা বলতে শুরু করেছে”।’ 

খুঁটিনাটি সব বিষয়ই আলোচনার টেবিলে রয়েছে উল্লেখ করে পোদোলিয়াক বলেন, ‘আমাদের তরফ থেকে দেওয়া প্রস্তাবগুলো নিয়ে এখনো আলোচনা হচ্ছে। তবে তারাও খুব শক্ত অবস্থানে আছেন। সৈন্য প্রত্যাহার, যুদ্ধবিরতি ইত্যাদি বিষয়ে আমরা আমাদের নীতির বাইরে কোনো ছাড় দেব না।’ 

এর আগে, রাশিয়ার প্রতিনিধিদলের সদস্য লিওনিদ স্লুৎস্কি এ কথা বলেছেন, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। লিওনিদ স্লুৎস্কি বলেন, ‘যদি আমরা আলোচনা শুরুর পূর্বের পরিস্থিতির সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের বর্তমান পরিস্থিতির অবস্থানের তুলনা করি তাহলে আমরা দেখতে পাব যে—সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ 

লিওনিদ স্লুৎস্কি আরও বলেন, ‘আমি আশা করি, এই অগ্রগতি উভয় প্রতিনিধি দলের ঐকমত্যের অবস্থান তৈরি করতে পারবে এবং শেষ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য চূড়ান্ত সিদ্ধান্তের দিকে পৌঁছাবে।’ 

দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হলেও সেখান থেকে কোনো ধরনের ফলাফল এখনো আসেনি। তবে, গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন—ইউক্রেনের সঙ্গে আলোচনায় ‘কিছু ইতিবাচক অগ্রগতি’ অর্জিত হয়েছে। 

বিপরীতে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা ও কূটনীতিকেরা সিএনএন-এর সঙ্গে আলাপকালে তাঁরা সবাই আলোচনার অবস্থা এবং অর্জন নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তাঁদের মতে, আজ পর্যন্ত পুতিন এমন কোনো পদক্ষেপ নেননি যা কিনা যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টাকেই প্রাধান্য দেয়

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার