হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহরে বিস্ফোরণ

ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত লুগানস্ক শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক তেলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরআইএর প্রতিবেদনে বলা হয়, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত শহর লুগানস্কের দ্রুজবা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। ইউক্রেন ও রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন পয়েন্টে চলে যাওয়া একটি আন্তর্জাতিক তেলের পাইপলাইন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশ আলোকিত করছে।

রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, প্রথম বিস্ফোরণের এক ঘণ্টা পরই লুগানস্ক শহরে আরেকটি বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে লুগানস্ক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্ট বলেছে যে দ্বিতীয় বিস্ফোরণটি শহরের উপকণ্ঠে একটি পেট্রল স্টেশনে আঘাত হানে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট