হোম > বিশ্ব > ইউরোপ

পশ্চিমা বিশ্বের সঙ্গে ‘গভীর আলোচনায়’ বসবেন পুতিন!

বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য পুতিনই দায়ী—পশ্চিমাদের এমন দাবি নিয়ে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তিনিই যে বিশ্বে চলমান অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য দায়ী তা নিশ্চিত করতেই পশ্চিমা বিশ্বের সঙ্গে ‘গভীর আলোচনায়’ বসবেন তিনি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যকার এক বৈঠকে এই ব্যঙ্গ করেন পুতিন। বৈঠকে পুতিন বলেন, পশ্চিমাদের অবরোধ প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি ভালো করছে। 

এ সময় লুকাশেঙ্কো বলেন, পশ্চিমা অবরোধ প্রচেষ্টা সত্ত্বেও দুই দেশই ভালো করছে। বরং আত্ম-উন্নয়নের দিয়ে মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছে। পশ্চিমা অবরোধ দুই দেশের জন্য শাপে বর হয়েছে উল্লেখ করে লুকাশেঙ্কো পুতিনকে বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে আমাদের আত্ম-উন্নয়নের যে সুযোগ এসেছে তা মূলত পশ্চিমা অবরোধের কারণেই। এ জন্য তাঁদের ধন্যবাদ।’ জবাবে মৃদু হেসে পুতিন এতে সায় দেন। 

পরে লুকাশেঙ্কো আরও বলেন, ‘পশ্চিমা বিশ্বে যা ঘটেছে তা হলো—তাঁরা তাঁদের গণমাধ্যমের খবরে খুব বেশি মাত্রায় বিশ্বাস করে আমাদের খাটো করে দেখেছিল। তাঁদের দেশের মুদ্রাস্ফীতির জন্য তাঁরা পুতিনকে দুষছে, সবকিছুর জন্যই তাঁরা পুতিনকে দোষারোপ করছে।’ পুতিন এ সময়ও হেসে সায় দেন। 

পরে পুতিন হাস্যকর ভঙ্গিতে বলেন, ‘এই বিষয়ে আমরা তাঁদের সঙ্গে গভীর আলোচনায় বসব।’ জবাবে, লুকাশেঙ্কো হেসে বলেন, অবশ্যই।

যুদ্ধ থামাতেই হবে—জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ট্রাম্পের ‘বার্তা’

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো—বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর ট্রাম্প

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি