হোম > বিশ্ব > ইউরোপ

বাম পায়ের বদলে ডান পা কেটে জরিমানা চিকিৎসকের

বাম পায়ের পরিবর্তে রোগী ডান পা কেটে জরিমানা গুনতে হচ্ছে এক চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ওই চিকিৎসককে জরিমানা করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ার লিনজ শহরের একটি আদালত অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।   
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পায়ের সমস্যা নিয়ে গত মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইটাড শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তবে অপারেশনের সময় ওই চিকিৎসক তার বাম পা না কেটে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকের এই ভুল দুই দিন পর বুঝতে পারেন ভুক্তভোগী রোগী। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৩ বছর বয়সী নারী ওই চিকিৎসকে আদালত ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা। 

ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তাঁর বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। 

অভিযুক্ত ওই চিকিৎসক দাবি করেছেন, অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলে ত্রুটি ছিল। 

এই ঘটনার পর ওই চিকিৎসক অন্য ক্লিনিকে চাকরি নেন বলে জানা গেছে। অস্ট্রিয়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওই চিকিৎসক। দুর্ঘটনার পর ওই ক্লিনিকের দাবি ছিল, দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসেবে এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার পরিচালক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি