হোম > বিশ্ব > ইউরোপ

বাম পায়ের বদলে ডান পা কেটে জরিমানা চিকিৎসকের

বাম পায়ের পরিবর্তে রোগী ডান পা কেটে জরিমানা গুনতে হচ্ছে এক চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ওই চিকিৎসককে জরিমানা করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ার লিনজ শহরের একটি আদালত অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।   
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পায়ের সমস্যা নিয়ে গত মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইটাড শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তবে অপারেশনের সময় ওই চিকিৎসক তার বাম পা না কেটে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকের এই ভুল দুই দিন পর বুঝতে পারেন ভুক্তভোগী রোগী। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৩ বছর বয়সী নারী ওই চিকিৎসকে আদালত ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা। 

ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তাঁর বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। 

অভিযুক্ত ওই চিকিৎসক দাবি করেছেন, অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলে ত্রুটি ছিল। 

এই ঘটনার পর ওই চিকিৎসক অন্য ক্লিনিকে চাকরি নেন বলে জানা গেছে। অস্ট্রিয়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওই চিকিৎসক। দুর্ঘটনার পর ওই ক্লিনিকের দাবি ছিল, দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসেবে এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার পরিচালক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট