হোম > বিশ্ব > ইউরোপ

তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে

আজকের পত্রিকা ডেস্ক­

তীব্র গরমের কবলে পড়েছেন গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান দেখতে আসা পর্যটকেরা। ছবি: বিবিসি

চরম তাপপ্রবাহের কারণে গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান অ্যাক্রোপলিস আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসের এথেন্স শহরে আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। আর দেশটির কিছু অঞ্চলে এটি ৪২ ডিগ্রি পর্যন্তও উঠতে পারে।

বিবিসি জানিয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ অ্যাক্রোপলিস পরিদর্শন করেছেন। এর আগে গত বছরের জুন ও জুলাই মাসেও চরম গরমে স্থানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

চলমান তাপপ্রবাহের কারণে গ্রিসের শ্রম মন্ত্রণালয় কিছু অঞ্চলে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা আকাশের নিচে শারীরিক শ্রম নিষিদ্ধ করেছে। বলা হয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই দাবদাহ। আর তাপমাত্রা বাড়তে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর সঙ্গে পাঁচ মাত্রার (সবচেয়ে বেশি) অগ্নিকাণ্ড সতর্কতা জারি করা হয়েছে অ্যাটিকা, গ্রিসের মধ্যাঞ্চল, পেলোপনেস ও থেসালি অঞ্চলে। বেশ কয়েকটি অঞ্চলে রয়েছে চার মাত্রার সতর্কতা।

দাবদাহের কারণে গতকাল সোমবার গ্রিসে ৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও সাতটি আগুন এখনো জ্বলছে। নাগরিক সুরক্ষা বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রয়েছে।

এদিকে ইউরোপজুড়ে দাবদাহের ফলে ফ্রান্স, স্পেন ও অন্যান্য দেশেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে। স্পেনের কাতালোনিয়ায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, তাড়াগোনা প্রদেশে ৩ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে। ফ্রান্সের নারবোন শহরের কাছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, বন্ধ হয়ে গেছে ফ্রান্স-স্পেন মহাসড়ক।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার সংস্থা (আইপিসিসি) জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হবে।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট