হোম > বিশ্ব > ইউরোপ

মানব পাচার: ফ্রান্সে ৩ শতাধিক ভারতীয় যাত্রীসহ রোমানিয়ার এয়ারবাস আটক

মানব পাচারের সন্দেহে ৩০৩ জন ভারতীয় যাত্রী নিয়ে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবতরণ করেছে একটি বিমান। আজ শনিবার রাতে বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

বিবিসি জানিয়েছে, এয়ারবাস-এ ৩৪০ নামের ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে যাচ্ছিল। এ অবস্থায় একটি বেনামি সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিমানবন্দরটি সিল করে দিয়েছে পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় যাত্রীদের সফরের শর্ত ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিছু যাত্রীকে অবৈধ অভিবাসী বলেও মনে করা হচ্ছে। বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। 

একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

বিমানটি রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন বলে জানা গেছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন