সেনাবাহিনীতে বিদেশি স্বেচ্ছাসেবক নেবে ইউক্রেন। আজ রোববার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, এটি আমাদের দেশের জন্য আপনার সমর্থনের মূল প্রমাণ হবে।
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এরইমধ্যে ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দিল রুশ সরকার।