হোম > বিশ্ব > ইউরোপ

বন্যার্তদের দেখতে গিয়ে তোপের মুখে স্পেনের রাজা-রানি, কাদা ছুড়ল বাসিন্দারা

স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গেলে ক্ষুব্ধ জনতার ছোড়া কাদা রাজা ষষ্ঠ ফিলিপের মুখে ও কাপড়ে লাগে। ছবি: সংগৃহীত

স্পেনের রাজা ফিলিপ ও রানি লেটিজিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে ভ্যালেনসিয়া রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্যটিতে যাওয়ার পরপরই তাঁরা স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন। উত্তেজিত বাসিন্দারা তাঁদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করেন।

তবে তাঁরা পিছু হটেননি। বাসিন্দারা গালমন্দ আর ডিম ছোঁড়া সত্ত্বেও তাঁদের খবর নিয়েছেন। দেশটিতে বন্যায় ২০০ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

গতকাল রোববার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আঞ্চলিক গভর্নর কার্লোস ম্যাজনের সঙ্গে ভ্যালেনসিয়া শহর পরিদর্শনে যান রাজা ফিলিপ। সেখানে যাওয়ার পরই তার বিরুদ্ধে খুনি খুনি স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বন্যার জন্য স্থানীয়রা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেছেন।

ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার জন্য তারা প্রস্তুতি নেওয়ার পরই উত্তেজিত বাসিন্দারা তাদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করে। একপর্যায়ে রাজা, আঞ্চলিক গভর্নর এবং প্রধানমন্ত্রীকে তাঁরা অপমান করেন। এ সময়ে তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ছাতা খুলে ছুড়ে মারা ডিম থেকে তাদের রক্ষায় চেষ্টা করেন।

বাসিন্দাদের অপমান উপেক্ষা করেও রাজা ফিলিপ একজনের সঙ্গে কথা বলেন। এ সময় তার মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হয়। পুলিশ উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। অন্যদিকে রানি লেটিজিয়াও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

স্পেনে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১৪ জন নিহত হয়েছে। সম্প্রতি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারীর মরদেহ তার ঘর থেকে ১২ কিলোমিটার দূরে পাওয়া যায়।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন