হোম > বিশ্ব > ইউরোপ

শান্তি স্থাপনের আগ্রহ নেই পুতিনের, মন্তব্য ন্যাটো মহাসচিবের

মার্ক রুটে। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে শান্তি স্থাপনের কোনো আগ্রহ নেই, এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে, তারও সমালোচনা করেন মার্ক রুটে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন নতুন করে আরও অঞ্চল দখলের চেষ্টা করছেন। কারণ, তিনি মনে করছেন, তিনি ইউক্রেনীয়দের দেশ রক্ষার সংকল্পকে গুঁড়িয়ে দিতে পারবেন।

গত মাসে দায়িত্ব নেওয়া ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন আরেকটি শীতের মধ্যে প্রবেশ করছে। অথচ রুশ আগ্রাসন প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এর উল্টোটা দেখা যাচ্ছে। পুতিন তাঁর বাগাড়ম্বর ও বেপরোয়া কর্মকাণ্ড আরও বাড়িয়ে তুলছেন।

রাশিয়া এখন ইউক্রেনকে ‘পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকেন্দ্র’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মার্ক রুটে।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস