হোম > বিশ্ব > ইউরোপ

মেলোনির ‘ইসলাম ও ইউরোপীয় সভ্যতার সহাবস্থানে সমস্যা আছে’ মন্তব্যের ভিডিও ভাইরাল

ইসলাম ও ইউরোপীয় সভ্যতার সহাবস্থানে সমস্যা রয়েছে বলে মন্তব্য করা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। তবে ঠিক কবে তিনি এমন মন্তব্য করেন—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি ইউটিউবে প্রথম এ ভিডিওটি দেখা যায়।

এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত শনিবার ইতালির রোমে মেলোনির ডানপন্থী দল আলট্রা কনজারভেটিভ ব্রাদার্স অব ইতালি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর এ ভিডিও নতুন করে নজরে আসে। ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও যোগ দিয়েছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, ‘আমার বিশ্বাস, ইসলামি সংস্কৃতি বা এর একটি নির্দিষ্ট ব্যাখ্যার সঙ্গে আমাদের সভ্যতার অধিকার ও মূল্যবোধের সহাবস্থানে সমস্যা রয়েছে। এটা আমি মন থেকে সরাতে পারি না যে ইতালির বেশির ভাগ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সৌদি আরবের অর্থায়নে পরিচালিত হয়।’

এ ছাড়া ভিডিওতে মেলোনি সৌদি আরবের কট্টর শরিয়া আইনের সমালোচনা করেছেন। এ আইনের অধীনে ধর্মত্যাগ এবং সমকামিতা অপরাধ বলে গণ্য হয়। সাধারণত ইসলামি আইনকে শরিয়া আইন বলা হয়। এতে কোরআন ও হাদিসের আলোকে এমন সব নীতি ও আইন তৈরি করা হয়, যা ইসলামকে প্রতিনিধিত্ব করে।

জর্জিয়া মেলোনি বলেন, ‘শরিয়া মানে হলো ধর্মান্তর ও সমকামিতার জন্য মৃত্যুদণ্ড এবং ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ। আমি মনে করি, এ বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, তবে এর মানে ইসলামকে সাধারণীকরণ নয়। এর মানে হলো, এ সমস্যাটি উত্থাপন করা যে ইউরোপে ইসলামিকরণের একটি প্রক্রিয়া রয়েছে যা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে খুব দূরে।’

যুক্তরাজ্য ও ইতালির এক যৌথ বিবৃতি অনুসারে,  গত শনিবারের ওই অনুষ্ঠানে তিউনিসিয়ায় আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে ব্রিটেন ও ইতালি যৌথ অর্থায়নের পরিকল্পনা করে। তবে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

ঋষি সুনাক বলেন, ‘আমরা যদি এ সমস্যার (অভিবাসন) মোকাবিলা না করি, তবে এ সংখ্যা বাড়তেই থাকবে। এ সমস্যা আমাদের দেশের ও  প্রকৃত দুস্থ ও পীড়িতদের সাহায্য করার ক্ষমতাকে হ্রাস করে।’

অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য জর্জিয়া মেলোনি ও ঋষি সুনাক আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গেও সাক্ষাৎ করেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট