হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে

ব্রিটেনের ১২ থেকে ১৫ বছর বয়সী সুস্থ শিশুদের টিকা দেওয়া উচিত হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রোববার দেশটির টিকা বিষয়ক মন্ত্রী নধিম জাহাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

দেশটির টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ক যৌথ কমিটির শুক্রবারের বৈঠকে শিশুদের টিকা দেওয়ার সুপারিশ করেনি। বৈঠকে শিশুদের হৃদ্‌রোগের বিরল ঝুঁকির বিষয়ে সতর্কতামূলক পদ্ধতি অবলম্বনের জন্য বলা হয়। এ ছাড়া বৃহৎ বিবেচনায় শিশুদের টিকা কার্যক্রম নিয়ে মেডিকেল উপদেষ্টাদের সঙ্গেও পরামর্শ করছে সরকার। 

মন্ত্রী ও মেডিকেল অফিসারদের বরাত দিয়ে কিছু সংবাদপত্র বলছে, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়া হবে। তবে জাহাবি বলছেন, সরকার এই সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব করবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহাবি বলেন, 'প্রধান মেডিকেল অফিসারদের কাছে উত্তর না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে না'। তবে চলতি মাসের শেষ থেকে প্রাপ্তবয়স্কদের জন্য দুই ডোজ টিকা দেওয়া শুরু করবে। দুর্বল এবং বয়স্কদের জন্য একটি ভ্যাকসিন বুস্টার প্রোগ্রামের পরিকল্পনাও চূড়ান্ত করা হবে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অনেক ইউরোপীয় দেশে শিশুদের ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ১২ থেকে ১৫ বছর বয়সীদের যারা ঝুঁকিপূর্ণ এবং ১৬ বছরের বেশি বয়সী সবাই টিকার যোগ্য। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট