হোম > বিশ্ব > ইউরোপ

গ্রীষ্মে টানা কয়েক দিন ৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যুক্তরাজ্যে

আসন্ন গ্রীষ্মে টানা কয়েক দিন বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল গ্রিড। রাশিয়া যদি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় এবং ব্রিটেন যদি বিদ্যুৎ আমদানিতে ব্যর্থ হয়, তবে এই বিপর্যয় দেখা দিতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট ঘটবে দেশটির বাসা-বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। এই ঘোষণা এমন সময়ে এল, যখন দেশটি প্রধানমন্ত্রী লিজ ট্রাস স্থানীয় সময় আজ বৃহস্পতিবার টাইমস পত্রিকায় একটি মতামত কলামে শীতকালে ব্রিটেনে জ্বালানি রপ্তানি রাখতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউরোপের দেশগুলো এরই মধ্যে আসন্ন শীতে জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। দেশগুলো আশঙ্কা করছে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর ব্যাপক হারে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। ফলে আগামী দিনে ইউরোপের দেশগুলো জনগণকে জ্বালানি রেশনিং করার প্রয়োজন হতে পারে বলে আগাম সতর্ক করে রেখেছে।

এদিকে, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড ইলেকট্রিসিটি সিস্টেম অপারেটর (ইএসও) তাদের শীতকালীন পূর্বাভাসে বৃহস্পতিবার বলেছে, ‘এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। এর অর্থ হলো, আমাদের কিছু গ্রাহক দিনের বেলায় পূর্বনির্ধারিত সময়ে বিদ্যুতের সুবিধা পাবেন না। ধারণা করা হচ্ছে, দিনে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।’

অন্যদিকে, ব্রিটেনের ন্যাশনাল গ্রিডস গ্যাস ট্রান্সমিশন তাদের শীতকালীন পূর্বাভাসে বলেছে, ‘ইউরোপ মহাদেশজুড়ে গ্যাস সরবরাহে সম্ভাব্য সংকট গ্রেট ব্রিটেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রেট ব্রিটেনে ইউরোপ থেকে বিদ্যুৎ আমদানি ঝুঁকির মুখে পড়তে পারে।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট