হোম > বিশ্ব > ইউরোপ

অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলা-অগ্নিসংযোগ

ফ্রান্সে উচ্চ গতির রেলওয়ে নেটওয়ার্কে সহিংস হামলা চালানো হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনায়ও। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান এসএনসিএফ। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেল নেটওয়ার্কে এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল যার মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর অলিম্পিকের। এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে এই সহিংসতার ঘটনা ঘটল। 

একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাকারী সুচতুর সমন্বয়ের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্কে এই নাশকতা চালিয়েছে। এসএনসিএফ বলেছে, ‘এই ভয়াবহ ধরনের আক্রমণ আমাদের টিভিজি নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে অনেকগুলো রুটে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। উল্লেখ্য, টিভিজি হলো হাই-স্পিড রেল বা উচ্চ গতির রেলের সংক্ষিপ্ত রূপ।

ফ্রান্সের জাতীয় রেল সেবাদানকারী প্রতিষ্ঠান এসএনসিএফ বলেছে, ‘গতকাল (স্থানীয় সময় বৃহস্পতিবার) এসএনসিএফ একযোগে অনেকগুলো সহিংস আক্রমণের শিকার হয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, এর ফলে দেশের আটলান্টিক উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সবগুলো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসএনসিএফ—এর বিবৃতিতে আরও বলা হয়েছে, মূল লাইনের বাইরে অন্যান্য লাইনে ট্রেনগুলো স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। তারপরও বিপুলসংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করতে হবে। সংস্থাটি জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লাইনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসএনসিএফ—এর প্রেসিডেন্ট ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির সঙ্গে আলাপকালে জানিয়েছেন, এই ঘটনার ফলে সারা দেশ অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এ সময় তিনি জানিয়েছেন, পুরো রেল নেটওয়ার্ককে অলিম্পিকের বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছিল। হাজারো লোকবল মোতায়েন করা হয়েছে ত্রুটি কাটিয়ে ওঠার জন্য।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো