সাক্ষাৎকার

ইউক্রেন ইস্যু রাশিয়ার জীবন-মরণ প্রশ্ন: পুতিন

ইউক্রেনকে ঘিরে যা ঘটছে, তা রাশিয়ার জন্য জীবন-মরণ প্রশ্ন। এই ইস্যুতে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে গুরুত্ব দিচ্ছে না। এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দিন আগে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছিলেন। 

রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গণমাধ্যম অল-রাশিয়া স্টেট টেলিভিশন অ্যান্ড রেডিও ব্রডকাস্টিং কোম্পানি জার্নালিস্ট পাভেল জারুবিনকেও দেওয়া সাক্ষাৎকারে পুতিন একই কথা বলেছিলেন। ইউক্রেনে যা কিছু ঘটে বা ঘটছে, তা রাশিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দেশীয় ও বিদেশিদের কাছে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।

টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, ‘এটি (ইউক্রেনে পশ্চিমা উপস্থিতি) তাদের জন্য কৌশলগত অবস্থার উন্নয়ন। কিন্তু আমাদের কাছে এটি আমাদের নিয়তি, আমাদের জীবন-মরণের প্রশ্ন। আমি চাই, যারা এই সাক্ষাৎকার শুনছেন বা দেখছেন, তারা উপলব্ধি করুক এখানে প্রকৃতই কী ঘটছে।’ 

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক সাংবাদিক কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে তার স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই বা যুদ্ধ পোল্যান্ড বা লাটভিয়ায় টেনে নেওয়ার ইচ্ছা তাঁর দেশের নেই। 

সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা বুঝতে পেরেছেন যে, রাশিয়াকে কৌশলগতভাবে হারানো অসম্ভব এবং এরপর কী করা উচিত বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন।’ এ সময় তিনি জানান, রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। 

টাকার কার্লসনকে দেওয়া দুই ঘণ্টার সাক্ষাৎকারে পুতিন আরও অনেক বিষয়েই কথা বলেছেন। সাক্ষাৎকারে পুতিন জানান, তিনি বিশ্বাস করেন, ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গারশকোভিচকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। উল্লেখ্য, গারশকোভিচকে প্রায় এক বছর ধরে রাশিয়ায় আটক এবং দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন।

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি