হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপে পরমাণু অস্ত্রের মহড়া চালাল ন্যাটো 

আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। মহড়ায় বিভিন্ন ন্যাটোর সদস্য দেশগুলোর বেশ কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর–পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়। 

এর আগে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত ১৩ অক্টোবর বলেছিলেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে। 

এদিকে, ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। 

তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি। 

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন