হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে সাহায্য করা পশ্চিমা স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার 

পশ্চিমা বিশ্বের যেসব স্যাটেলাইট ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করছে সেগুলোকে প্রয়োজনে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তান্তাইন ভরনৎসভ এই হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কনস্তান্তাইন ভরনৎসভ জাতিসংঘের ফার্স্ট কমিটিকে বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে এগিয়ে নিতে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। পশ্চিমা বিশ্ব যদি এই সহায়তা চালিয়ে যায় তবে তা রাশিয়ার জন্য আক্রমণের একটি বৈধ লক্ষ্য হতে পারে।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইউক্রেনকে সমর্থনে পশ্চিমাদের এই ধরনের স্যাটেলাইট ব্যবহার স্পষ্টতই ‘উসকানিমূলক’।

রাশিয়া যদি সত্যিই এমন কোনো হামলা করে তবে তা হবে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করাই কঠিন হয়ে যাবে। তবে তা যে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকিতে ফেলবে তা স্পষ্ট। তবে এই বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, রুশ কর্মকর্তা এমন হুমকি উচ্চারণ করলেও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোন কোন দেশের কোন কোন প্রতিষ্ঠানের স্যাটেলাইট ইউক্রেনকে এমন সহায়তা দিচ্ছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। মহাকাশ প্রতিরক্ষায় রাশিয়ার সক্ষমতা উল্লেখযোগ্য। প্রায় একই রকম সক্ষমতা রয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের। তবে শেষোক্ত দেশ দুটি কখনোই তাদের সক্ষমতার প্রমাণ দেখায়নি। কিন্তু ২০২১ সালে রাশিয়া তাদের নিজেদেরই একটি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছে।

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির