হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্র থেকে ‘স্বাধীনতা’ চান জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বে জোট জয়ী হওয়ায় তাঁর চ্যান্সেলর হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ছবি: এএফপি

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ-সিএসইউ। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছে এই জোট। ভোটের ফল সামনে আসতেই ইউরোপীয় ঐক্যের ওপর জোর দেওয়ার কথা জানান ফ্রেডরিখ মের্ৎস। জানান, তাঁর অগ্রাধিকার হবে ইউরোপকে শক্তিশালী করা, যাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সত্যিকার স্বাধীনতা অর্জন সম্ভব হয়।

বিবিসির খবরে বলা হয়, রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ-সিএসইউ জোট। ভোটের ফল স্পষ্ট হতেই উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মের্ৎস বলেন, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন। ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বাধীন জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘চলুন, আজ রাতটি উদ্যাপন করি। তারপর সকালে আমরা কাজে যাব।’

২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এবারের নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটির চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ওয়াইডেল সমর্থকদের নিয়ে বিজয়োল্লাস করেন। যদিও তাঁর দল আরও ভালো ফল করার আশা করেছিল।

গতকাল সোমবার দিনের শুরুতে যখন নির্বাচনের ফল আসতে শুরু করে, তখন এটা পরিষ্কার হয়ে যায়, এএফডি পূর্বাঞ্চলে অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে আছে। ভোটারদের এমন রায়কে স্বাগত জানিয়ে অ্যালিস ওয়াইডেল বলেন, জার্মানরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।

প্রায় ৮ শতাংশ ভোটে পিছিয়ে থাকলেও এএফডি নেতার আশা, মের্ৎসের নেতৃত্বে জোট সরকার গঠনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। আর সেটি এএফডির জন্য সুযোগ তৈরি করে দেবে। ক্ষমতায় যেতে চার বছর পর অনুষ্ঠিতব্য নতুন নির্বাচনের জন্য তাঁর দলকে আর অপেক্ষায় থাকতে হবে না।

২০২৪ সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির নেতা ওলাফ শলৎজের নেতৃত্বাধীন তিন দলীয় কোয়ালিশন ভেঙে যাওয়ার পর মের্ৎস ভোটারদের কাছে একটি শক্ত ম্যান্ডেট প্রত্যাশা করছিলেন। তাঁর প্রত্যাশা ছিল, জনরায় পেলে আগামী চার বছরে থমকে পড়া অর্থনীতি থেকে শুরু করে সীমান্তে অবৈধ অভিবাসনসহ অনেক সমস্যার সমাধানে কাজ করবেন তিনি।

এবারের নির্বাচনে ৮৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন, যা ১৯৯০ সালে জার্মান পুনরেকত্রীকরণের পর সর্বোচ্চ। মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনে এএফডির সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা।

জার্মানিতে কট্টর ডানপন্থীদের সঙ্গে মূলধারার দলগুলোর কাজ করার ক্ষেত্রে একটি ট্যাবু বা ফায়ারওয়াল আছে। তবে মের্ৎসের সম্ভাব্য অংশীদার হতে যাওয়া সোশ্যাল ডেমোক্র্যাটদের এবার ভরাডুবি হয়েছে। তাদের ভোটের হার ১৬ দশমিক ৪ শতাংশ। দলটির নেতা বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, নির্বাচনের ফল তাঁদের জন্য তিক্ত পরাজয় নিয়ে এসেছে এবং তিনি কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনায় অংশ নেবেন না।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো